নিজস্ব প্রতিবেদক
অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সংগঠন ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ এই কর্মসূচির আয়োজন করেছে। সার্বিক সহযোগিতা করছে গতিপথ তথ্য ও গবেষণা সংস্থা।
আয়োজকরা জানান, RISE FOR PEACE বা জেগে ওঠো শান্তির পথে শীর্ষক কর্মসূচিটি গুলশান-২ গোলচক্করে (ল্যান্ডমার্ক কর্নার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি চলবে।
মোট চারটি পর্বে কর্মসূচিটি সাজানো হয়েছে। প্রথম পর্বে থাকছে অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের অবস্থান। দ্বিতীয় পর্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একাত্মতা প্রকাশ। এরপর শান্তির স্বপক্ষে সাক্ষর। সবশেষে থাকবে শান্তির জন্য সঙ্গীত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি সবার জন্য উন্মুক্ত। শান্তিপ্রিয় যেকেউ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারেন।
অগ্নিসন্ত্রাস নিয়ে পশ্চিমা কূটনীতিকদের নীরব ভূমিকার পরিপ্রেক্ষিতে মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এজন্যই তাদের বিচরণক্ষেত্র ও অফিস এলাকা গুলশান-২ এ কর্মসূচিটির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।