অতি সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন দেশের জনপ্রিয় লেখক ও সাংবাদিক আনিসুল হক। স্ট্যাটাসে তিনি অনলাইনে শার্ট অর্ডার করে ‘ত্যানা’ পাওয়ার অভিযোগ করেছেন। এর আগেও একাধিকবার এ ধরনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এরপর থেকে তিনি আর অনলাইনে কেনাকাটা করবেন না।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তিনি এসব কথা জানান। আনিসুল হক ফেসবুকে লিখেছেন, ‘‘ফেসবুকে শার্টের সুন্দর ছবি দেখে অর্ডার দিলাম। এলো ত্যানা। এর আগে দুজনে অন্তত ১০ বার ঠকেছি। আর কোনোদিন দেশে অনলাইনে কেনাকাটা করব না, না, না…।
লেখক আনিসুল হকের ওই পোস্টে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
এছাড়া আসল পণ্যের মোড়কে নকল পণ্য সরবরাহ, কখনোবা পরিমাণে কম দেওয়া, আবার কখনো আগাম অর্থ নিয়ে উধাও হয়ে যাওয়া-এসব অসাধু চক্রের নিত্যনৈমিত্তিক কাজ। আর এর বিরূপ প্রভাব পড়ছে দেশের ই-কমার্সের ওপর। ফলে স্বস্তি ও আস্থার জায়গা হারিয়ে মুখ থুবড়ে পড়ছে অনলাইন মার্কেটিং। অসাধু চক্রের হাতে ই-কমার্স খাত জিম্মি হয়ে পড়ায় আস্থা হারাচ্ছে বহু সৎ উদ্যোক্তা ও সাধারণ মানুষ।