অব্যাহতি প্রদান করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে।
শনিবার (৭ সেপ্টেম্বর) প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে অব্যাহতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুর্নীতি, অসদাচরণ, অদক্ষতা,দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের কথা উল্লেখ করে তাকে করপোরেশন থেকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আশিকুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞার সাক্ষরিত এক আদেশ এর মাধ্যম আশিকুর রহমানের স্বেচ্ছা অবসরের আবেদন গ্রহণ করে তাকে অবসর প্রদান করা হলো। তবে, গত ১৩ আগস্ট স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন করলে সেই আবেদন গৃহীত হয়নি।