অনুমোদন ছাড়া দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে সেন্টমার্টিন দ্বীপে ওয়ান টাইম প্ল্যাস্টিক ব্যবহার বন্ধ সংক্রান্ত পরামর্শ সভায় এ কথা জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ।
ইউনিডো এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে উক্ত সেমিনারে ড. আব্দুল হামিদ বলেন:
“সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় ভ্রমণকারী পর্যটকদের সংখ্যা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে অনুমোদন ব্যতিরেকে দ্বীপটিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”
আরএস