বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রধান সমন্বয়কগণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আংশিক রূপরেখা পেশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে তারা।
৬ আগস্ট (মঙ্গলবার) ভোর ৪টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক ভিডিও বার্তার মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কগণ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করতে ২৪ ঘন্টা সময় নির্ধারণ করলেও পরিস্থিতি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত জানাতে হচ্ছে তাদের।তাদের গঠিত সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেওয়া হলে তিনি এই প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।
তবে এখন পযন্ত সম্পূর্ণ সরকারের রূপরেখা প্রকাশ করা হয়নি তাদের পক্ষ থেকে।তবে খুব শীঘ্রই এই রূপরেখা প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।পাশাপাশি, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছে তারা।
উল্লেখ্য, তীব্র ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বিডিএন৭১/বখতিয়ার ও রুশু