শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিভিন্নজনের মতো অভিনেত্রী শবনম ফারিয়াও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সোমবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি মজার ছলে লিখেছেন, “শেষবার যখন কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।”
এরপর তিনি অনুরোধ করে লেখেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেউ বিবাহ করলে দাওয়াত দিয়েন!”
ফারিয়া একইদিন আরও একটি স্ট্যাটাসে ট্রাফিক পুলিশের সঙ্গে তার একটি ঘটনার কথা শেয়ার করেন। তিনি লেখেন, “গাড়ি স্লো করে ট্রাফিক পুলিশকে বলেছি, ভাই আপনাদের অনেক মিস করছি! ভাই হেসে দিলেন!”
শবনম ফারিয়া সম্প্রতি নতুন করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। যদিও তিনি আগের চেয়ে কাজ কমিয়ে দিয়েছেন, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন এবং প্রায়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি ও মতামত শেয়ার করেন।
এমএ//