বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সংহতি প্রকাশ করে আসছেন। আন্দোলনরত ছাত্রদের উজ্জীবিত করতে তিনি সোশ্যাল মিডিয়ায় ছিলেন সক্রিয়।
সম্প্রতি ফেসবুকে ফারুকী লিখেছেন, “এখন সময় এসেছে আমার নিজের কাজে ফিরে যাওয়ার। আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানিয়েছিলাম 420। প্রকৃতির কি অদ্ভুত খেয়াল! আবারও আসছে সেরকম কিছু দুষ্টু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যা শ্যুট করছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তির পর তোমরা ভাববে না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। নাহলে এইটা কোন সাহসে বানালাম?”
তিনি আরও লেখেন, “সুতরাং, গাইজ, প্রস্তুত হও একটি দুঃসাহসিক যাত্রার জন্য। বিস্তারিত আসছে শীঘ্রই।”
এমএ//