ঢালিউডের কুইন অপু বিশ্বাস হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় একটি পোস্ট দিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছেন। তার এমন পোস্টের মর্ম বুঝতে চেষ্টা করছেন নেটিজেনরা।
ফেসবুকে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে অপু লেখেন, “সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে।”
অপুর এই পোস্ট কী ইঙ্গিত করছে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই তার পোস্টের অর্থ খুঁজছেন, আবার অনেক ভক্তই মন্তব্যে সহমত প্রকাশ করে তাকে শুভ কামনা জানিয়েছেন।
তবে এই পোস্টে যে কেউ মন্তব্য করতে পারছেন না, কারণ অপু তার পোস্টের কমেন্ট বক্স সীমিত করে রেখেছেন।
এর আগে অপু বিশ্বাস বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা করেছিলেন। হঠাৎ এমন রহস্যময় পোস্ট দেওয়ায় ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়ে গেছে।