চোখ জুড়ানো লোকেশনে অভিনেতা শাকিব খান এবং আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি নটেজের ১০ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে। যেখানে মার্কিন এই অভিনেত্রীর সঙ্গে মেগাস্টার শাকিব খানের দারুণ রসায়ন ইতোমধ্যে নজর কেড়েছে পুরো নেট দুনিয়ার।
সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিওতে শাকিব খানের সঙ্গে মার্কিন মডেল ও অভিনেত্রী কেলসি নটেজকে দেখা গেছে। কখনো সমুদ্র তীর, আবার কখনো গাড়ির পাশে রসায়নে মেতে আছেন তারা। শাকিব খানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বলছেন, এবার হয়তো হলিউডের কোনো সিনেমায় কাজ করছেন ঢালিউড কিং খান। আবার কেউ বলছেন, বোধহয় বিদেশি কোনো প্রসাধনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ।
কৌতূহলে থাকা ভিডিওটির ব্যাপারে অবশ্য শাকিব খান এখনো কিছু জানাননি। তবে হলিউড সিনেমা বা বিজ্ঞাপনচিত্র যাই হোক শাকিব খানের আকর্ষণীয় লুক দেখে এবার সত্যিই নড়েচড়ে বসেছে নেট দুনিয়া। নতুন কী তুফানি ধামাকা নিয়ে আসছেন তিনি; ভেবেই সময় পার করছেন এখন নেটিজেনরা।