বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মিছিলটি সকাল ৯টায় নগরীর কাজীর দেউড়ি থেকে লালখান বাজার মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
মিছিলে নেতৃত্ব দেন চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, মহানগর যুবদল নেতা মো. শহিদুল ইসলাম শহিদ। এসময় মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের দাবিতে আমাদের এই হরতাল-অবরোধ। স্বৈরাচারের পতন ঘটিয়ে মানুষের ভোটাধিকার তথা গণতন্ত্র পুনরুদ্ধার না-হওয়া পর্যন্ত আমরা তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এ লড়াই চালিয়ে যাবো। ইতিহাস বলে স্বৈরাচারের পতন হয় খুবই করুণভাবে, হাসিনা সরকারের পতনও হবে নির্মমভাবে। তাই রাষ্ট্র মেরামতের সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তেমনি নিজেদের অধিকার আদায়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি।
সাইফুল ইসলাম তোহা
চবি প্রতিনিধি