গাজীপুর মহানগরীর গাছা মেট্রোপলিটন থানা এলাকায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নগরীর ৩২ নং ওয়ার্ডের জাঝর সিটি ফিলিং স্টেশনের সামনে মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা বাইপাস মহাসড়কে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে আসে।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, হরতাল-অবরোধ সমর্থকরা সকালে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রনে আনে জনতা। এ ঘটনায় কেউ হতাহত হননি।
গাছা থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।