কিছু দিন আগেই বিয়ে করেছেন ছোট পর্দায়র জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অভিনেতা নিজেই এরকম আভাস দিয়েছিলেন। তবে ছবি পোস্ট করে বিয়ের খবর দিলেও মুখে কিছু বলছিলেন না জোভান। বিয়ে নিয়ে মুখে কুলুপ এটে বসেছিলেন এই অভিনেতা।
এতদিন বিয়ে প্রসঙ্গে কোনো কথা না বললেও এবার এ নিয়ে মুখ খুললেন জোভান। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন,‘এখন কিছু বলা যাবে না। ৩১ জানুয়ারির পর কথা বলব। এর আগে কিছু বলব না।’
উল্লেখ্য চলতি মাসে ৩১ তারিখ হবে জোভান-নির্জনার বিয়ের আনুষ্ঠানিকতা। জোভানের স্ত্রীর নাম সার্জিন আহমেদ নির্জনা। আগে থেকেই তাদের দুজনের পরিচয় ছিল, এরপর তা প্রেমে রূপ নেয়। এরপর পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।