প্রায় ১১ বছর আগে, ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বহু গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছিল। ধ্বংসস্তূপ থেকে রেশমা নামে এক মেয়েকে জীবিত উদ্ধার করার ঘটনা সবাইকে নাড়া দিয়েছিল। এই সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘রানা প্লাজা’।
বহুল আলোচিত এই সিনেমাটি সেন্সর সনদ না পাওয়ায় গত দশ বছরেও মুক্তি পায়নি। নির্মাতা নজরুল ইসলাম খান আদালতের দ্বারস্থ হলেও চলচ্চিত্রটির মুক্তি নিশ্চিত করতে পারেননি। ২০১৪ সালে প্রথমবার সেন্সর বোর্ড নিষেধাজ্ঞা জারি করলে তিনি হাইকোর্টে রিট করেন। ২০১৫ সালের ১১ জুলাই সেন্সর ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট, মুক্তির একদিন আগে আবারও প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে।
এই ধরনের নাটকীয়তা নির্মাতা নজরুল ইসলাম খানকে মানসিকভাবে ভেঙে দেয় এবং তিনি স্ট্রোকও করেন। তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আগমনের পর নির্মাতা নজরুল নতুন করে আশাবাদী হয়েছেন।
উল্লেখ্য, আগামী সপ্তাহে তিনি সব কাগজপত্র ঠিকঠাক করে আবারও সিনেমাটি সেন্সরে জমা দেবেন।
এমএ//