ইসরায়েল হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর আরব নিউজ।
ইসমাইল হানিয়া গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় বোমা বিস্ফোরণে নিহত হন। ইরান ও হামাস শুরু থেকেই এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছিল, তবে ইসরায়েল এতদিন এ বিষয়ে নীরব ছিল।
প্রকাশিত খবরে জানা যায়, হত্যার কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে গোপনে বোমা স্থাপন করেছিল ইসরায়েলি কর্মকর্তারা। নিহত হওয়ার আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হানিয়া।
এছাড়া, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, “তেহরান, গাজা ও লেবাননে যেমন আমরা হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহকে টার্গেট করেছি, তেমনই হোদেইদা ও সানায় হুতিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।”
আরএস//বিএন