জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত এক সভায় বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তার বিরুদ্ধে প্রচারিত ভিত্তিহীন অভিযোগের কড়া সমালোচনা করেছেন।
ড. আসিফ নজরুল তার বিরুদ্ধে প্রচারিত ভিত্তিহীন অভিযোগের কড়া সমালোচনা করেছেন।
শনিবার (৩০ নভেম্বর) “স্মৃতির মিনার: গণঅভ্যুত্থান ২০২৪” শীর্ষক আলোচনায় তিনি বলেন, সম্প্রতি একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে, তিনি ৩-৪ আগস্ট রাতে সেনানিবাসে গিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছেন। এ অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও অবিশ্বাস্য বলে আখ্যা দেন।
ড. নজরুল বলেন, ৩ আগস্ট রাতে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে মাহবুব মোর্শেদসহ অন্যদের সঙ্গে সমাবেশে অংশ নেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় অবস্থান করেন। ৪ আগস্ট সন্ধ্যায় অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন, যেখানে তিনি হত্যার বা গ্রেপ্তারের আশঙ্কার কথা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, সমালোচনা হওয়া স্বাভাবিক। কিন্তু মিথ্যা ছড়ানোর কি প্রয়োজন? আজগুবি গল্পেরও একটি সীমা থাকা উচিত।”
সভায় আরও উপস্থিত ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, লেখক ও সম্পাদক রাখাল রাহা, কবি ফেরদৌস আরা রুমী এবং রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। সভাপতিত্ব করেন মাহবুব মোর্শেদ।
আরএস//বিএন