কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে স্বৈরাচার বিরোধী দেয়াল লিখন করে শিক্ষার্থীরা। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার সরকারের পতনের অভ্যুত্থানের স্মৃতিতে রাঙানো হয় দেয়ালগুলো।
সারাদেশের মতো করে নওগাঁতে নওগাঁ ইয়ুথ ক্লাবের নামের একটি সংগঠন গ্রাফিতি আর ক্যালিগ্রাফিতে রঙিন করে তোলে শহর।
রবিবার (৮ সেপ্টেম্বর ২০২৪) বিডিএন ৭১ এর পক্ষ নওগাঁ ইয়ুথ ক্লাবের ভলেন্টিয়ারদের সাথে কথা বলা হয়। সংগঠনটির সভাপতি শামীম আহমেদ নূরী বলেন, “শহিদের রক্তের বিনিময়ে আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। এই দেশকে স্বপ্নের রঙে রাঙাতে চাই আমরা। তাই, দেয়াল জুড়ে বিপ্লবের কথামালা আর ছবি এঁকেছি। অনেকগুলো গ্রাফিতির সাথে শহরে বড় সাতটি আরবি ক্যালিগ্রাফিও করেছি। এই গ্রাফিতিগুলো মুক্ত বাতাসের চিহ্ন। আমরা জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীর প্রজন্ম গড়তে চাই, ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, “অভ্যুত্থানের স্মৃতি যেন মু্ছে না যায় মানুষের মন থেকে, তাই দেয়ালে দেয়াল খোদাই করেছি আমরা মুক্তির স্মৃতিচিহ্ন। এই অর্জনকে আমরা বৃথা যেতে দিবো না, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, নওগাঁ ইয়ুথ ক্লাব মাদকমুক্ত শহর গড়ার জন্য আন্দোলন করে আসছে। মাদকের লাইসেন্স বাতিল সহ এবিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়া তাদের দাবী।