ভারতের ঝাড়খন্ড রাজ্যে বিজেপি সরকার গড়লে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে মন্তব্য করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (২২ সেপ্টেম্বর) দলের পক্ষে এ বিবৃতি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে ওই হুমকি দিয়েছিলেন।
এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন:
“ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘অনুপ্রবেশকারী’ বাংলাদেশিদের ঝুলিয়ে রেখে সোজা করার যে কথা বলেছেন, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের মন্তব্য আমাদের সঙ্গে (তাদের) বন্ধুভাবাপন্ন সম্পর্কের প্রতীক হতে পারে না। বাংলাদেশিরা ভারতের নিকট এ ধরনের কথা শুনতে বিরক্ত ও ক্রুদ্ধ বোধ করে।”
আরএস