সিলেটের ওসমানী মেডিকেলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানিয়েছেন আলোচিত সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি জানান, শনিবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শামসুদ্দিন চৌধুরীকে। অস্ত্রোপচার শেষে ভর্তি আছেন হাসপাতালেই।
শনিবার (২৪ আগস্ট) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিকেল চারটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয় পুলিশ। এ সময় উত্তেজিত জনতা আদালত প্রাঙ্গণে মানিকের ওপর হামলা চালায়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান। স্বাস্থ্য পরীক্ষার সময় তার বাহ্যিক জখম ও রক্তক্ষরণ ধরা পড়ে। এরপরই হাসপাতালে নেয়া হয় তাকে।
কানাইঘাট সীমান্ত থেকে শুক্রবার রাতে সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি যার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা রয়েছে।