আইটেম গানে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জি। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার মুনশিয়ানা প্রমাণিত হলেও এবার তিনি দর্শকদের মুগ্ধ করেছেন একটি আইটেম গানের মাধ্যমে।
২৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামে একটি গান, যা গেয়েছেন শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী। এটি ‘বহুরূপী’ সিনেমার আইটেম গান, যেখানে প্রথমবারের মতো পারফর্ম করেছেন কৌশানী।
গানের ভিডিওতে তাকে লাল শাড়িতে দেখা যায়, খোলা চুল আর কাজলমাখা চোখে তিনি গ্রামীণ মেলায় নৃত্যশিল্পীদের সঙ্গে কোমর দোলাচ্ছেন। গানটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা তার পারফরম্যান্সের পাশাপাশি গানের কথারও প্রশংসা করছেন।
প্রস্তুতির জন্য খুব কম সময় পেয়েছিলেন জানিয়ে কৌশানী বলেন, “আমি আগে জানতাম না যে নাচতে হবে। মাত্র এক সপ্তাহ সময় পেয়েছিলাম। শুটিংয়ের ফাঁকে নাচের অংশটি তুলেছি, আর শুটিং করতে লেগেছিল আট ঘণ্টা। তবে নন্দিতা দি আমার উপর বিশ্বাস রেখেছিলেন।”
আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘বহুরূপী’ সিনেমা, এবং কৌশানী ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি নিয়ে আশাবাদী। তার ভাষায়, “আশা করছি, এই গানটিও ভাইরাল হবে এবং পূজার মণ্ডপে সবাই এর সঙ্গে নাচবে।”