দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি, যিনি ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক সফল সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন, এবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই নায়িকা সম্প্রতি একটি পোস্টে জানান যে, তার নাম এবং ছবি অসাধুভাবে ব্যবহার করা হচ্ছে।
পূজার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার ছবি ব্যবহার করে জুয়ার ব্যবসার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, যার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা একটি সতর্কবার্তা পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, “কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া ও গেমিং অ্যাপের প্রোমোশন করা হচ্ছে। এর সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত বা অবগত নই। তাই আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব। যদি কেউ প্রতারিত হন, তার জন্য আমি কোনোভাবে দায়ী থাকব না। ধন্যবাদ।”
পোস্টটি ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। জানা গেছে, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুয়া খেলা নিষিদ্ধ, এবং এর বিজ্ঞাপন বা প্রোমোশনে জড়িত থাকাও অপরাধ। এ কারণেই পূজা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন পূজা। প্রতিষ্ঠানটির প্রযোজনায় তিনি ‘দহন’, ‘পোড়ামন-২’ এবং ‘নূর জাহান’ সিনেমায় অভিনয় করেন, যা তার ক্যারিয়ারে সফলতার সোপান তৈরি করেছে।
এমএ//