এবার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ করেছেন রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহি বলেন, আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছে। তাই আমি থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছি।
চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রচারণার শুরুর দিন থেকেই ওই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও এবারের নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে কঠোর সমালোচনা করে বক্তব্য রাখছেন। ওমর ফারুক চৌধুরীর বিভিন্ন কর্মকাণ্ড সামনে এনে মাহি এবার তাকে ভোট না দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানাচ্ছেন।
আর এ কারণেই সম্প্রতি মাহাবুর রহমান মাহাম নামের এক ব্যক্তি শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিওতে মাহিকে জুতা দেখিয়ে বলছেন, আপনার মতো মাহিয়া মাহিকে, এই যে দেখছেন এই জুতা? এই জুতা দিয়ে, একদম জুতা দিয়ে পেটানো উচিত।
মূলত এরই জেরে থানায় অভিযোগ দিয়েছেন মাহিয়া মাহি।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, হুমকির অভিযোগ পেয়েছি। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।