দেশে আইনের শাসন সমুন্নত রাখতে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের দুর্গম পার্বত্য সেনা ক্যাম্প পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সেনানিবাসের সেনাসদস্যদের উদ্দেশে দরবারে এ কথা বলেন তিনি।
দরবারে সেনাপ্রধান বলেন:
“দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রমের সঙ্গে সঙ্গে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রুখতে এবং আইনের শাসন সমুন্নত রাখতে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।”
এ সময় স্থিতিশীলতা বজায় রাখা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা দেওয়াসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।
পরে আর্মি মেডিকেল কলেজের একটি বহুতল ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি অঞ্চলের দুর্গম নানিয়ারচর জোন সদর পরিদর্শন করেন।
আরএস