শুভমন গিলকে অনেকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী মহাতারকা হিসাবে চিহ্নিত করছেন। এবার বিরাট দায়িত্ব পেলেন শুভমন গিল ।
আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক করা হল গিলকে। হার্দিক পাণ্ড্যর পরিবর্ত হিসাবে তাঁর হাতেই তুলে দেওয়া হল নেতৃত্বের গুরুদায়িত্ব।
হার্দিকের বিদায়ে নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা ছিল দুজনের- শুভমান গিল এবং রশিদ খানের। তবে শেষমেশ ভারতীয় ক্রিকেটারের ওপর আস্থা রাখল গুজরাট। মাত্র ২৪ বছর বয়সেই আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব পেলেন তিনি। সিনিয়র পর্যায়ের ক্রিকেটে এটিই গিলের প্রথম অধিনায়কত্ব।
গুজরাটের অধিনায়কত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় গিল বলেন, ‘গুজরাট টাইটানসের অধিনায়কত্ব পেয়ে আমি অভিভূত এবং গর্বিত। এমন দারুণ একটি দল আমার নেতৃত্বে আস্থা রাখায় আমি ধন্যবাদ জানাই। আমরা দুটি অসাধারণ মৌসুম কাটিয়েছি। সামনেও রোমাঞ্চকর ব্র্যান্ডের ক্রিকেট খেলতে মুখিয়ে আছি।’