মাঠের সময় এবং মাঠের বাইরে ইনজুরিতে কাটানো সময় জফরা আর্চারের ক্যারিয়ারে সমান্তরাল। ইনজুরির কারণে গত নভেম্বর-ডিসেম্বর ওয়ানডে বিশ্বকাপ এবং শেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি ইংল্যান্ডের এই ফাস্ট বোলার। কিন্তু আইপিএলে খেলার জন্য মুখিয়ে ছিলেন আর্চার। তবে ইংলিশ বোর্ডের কারণে তিনি খেলতে পারেননি।
আর দুই মাস পর ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর বসতে চলেছে। কোনো দলেরই পছন্দের তালিকায় ছিলেন না ইংলিশ তারকা আর্চার। অবশেষে জানা গেল আসন্ন আইপিএলে আর্চারের অনুপস্থিতির কারণ।
দীর্ঘদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন ইংল্যান্ডের এই পেস তারকা। আর্চার সর্বশেষ ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন।
এরপর থেকে চোট কাটিয়ে উঠতে লড়াই করতে হয়েছে তাকে। ইংলিশ পেসার আসন্ন ২০২৪ আইপিএল দিয়ে ফিরবেন বলে গুঞ্জন ছিল। যা শেষ পর্যন্ত অনুমতি দেয়নি ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।