বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল কে। যেখানে ক্রিকেটাররা খেলার জন্য মুখিয়ে থাকে। সেই আইপিএলে একাধিকবার খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে একবারও খেলতে পারেননি এই টাইগার পেসার। বোর্ডের আপত্তিতে এবারও আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নেন তাসকিন। আইপিএলের মতো লিগে বারবার সুযোগ পেয়েও খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (২ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। সেখানে আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন বলেন,খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে থাকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। এ নিয়ে তিনবার আইপিএলে খেলার সুযোগ এলো,কিন্তু এবারও মিস হলো। খারাপ লাগে এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে কখনো খেলার সুযোগ হবে।