মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হেরে সিরিজও হাতছাড়া হয়েছে পাকিস্তানের। ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনার তুঙ্গে মোহাম্মদ রিজওয়ানের বিতর্কিত আউট। দলটির পরিচালক ও কোচ মোহাম্মদ হাফিজ এ নিয়ে ক্ষোভও ঝেড়েছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। তিনি জানিয়েছেন, রিজওয়ানের আউট নিয়ে আইসিসির কাছে বিচার দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফকারীদের মতে, পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটসম্যানকে এমন বিতর্কিত আউট না দেওয়া হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ৩১৭ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে জয় থেকে ৯৮ রান দূরে ছিল পাকিস্তান। এমন সময় অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের একটি দুর্দান্ত ডেলিভারিতে উইকেটের পেছনে আউট হন রিজওয়ান। শুরুতে মাঠ আম্পায়ার এটিকে আউট দেননি। প্যাট কামিন্স রিভিউ নিলে টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি রিজওয়ানের গ্লাভসের রিস্টব্যান্ডে লেগেছে। টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এটিকে আউট হিসেবে ঘোষণা দেন।
ম্যাচের গতিপথ বদলে যায় রিজওয়ানের আউটের পরেই। পাকিস্তান গুটিয়ে যায় ২৩৭ রানে। ম্যাচের আম্পায়ারিং ও প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাফিজ। জানা গেছে, পিসিবি এ ইস্যুতে আইসিসির সঙ্গে কথা বলবে।