গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ-এর মনোনয়ন পেয়েছেন অফ স্পিনার তাইজুল ইসলাম।
সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে এক বিবৃতি মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করে আইসিসি। তালিকায় তাইজুল ইসলামের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। তাইজুলের এবার অপেক্ষা সেরা তিনের মধ্যে প্রথম হওয়া।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শুরু হয় ২৮ নভেম্বর, শেষ হয় ২ ডিসেম্বর। এই টেস্ট ম্যাচটি ডিসেম্বর মাসে বিবেচনা করা হয়েছে। ঘরের মাঠে প্রথমবারের মতো কিউইদের টেস্টে হারানোর এই ম্যাচে বল হাতে নেতৃত্ব দেন তাইজুল। ম্যাচে ১০ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।