কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে ক্ষমা করতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড় চত্বরে দলটির জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে এ ঘোষণা দেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জালেমদেরকে আমরা সুযোগ দেব না, মাফ করে দেব না। ইসলাম এটা শেখায় নাই। ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার হবে। অন্যায়কারীদের বিচার হবে। খুনিদের বিচার হবে। যদি তা না হয় আবারও সন্ত্রাসীরা আমাদের দেশে ভর করবে।
এই বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন, ১৮ কোটি মানুষও যদি তাদের মাফ করে, আমরা মাফ করতে পারি না।
হাজারের ওপরে মানুষ হত্যা করা হয়েছে এই আন্দোলনে বলে মুফতি রেজাউল করীম বলেন, । আমাদের মা-বোনেরা ঘরের ভেতর পর্যন্ত নিরাপদ ছিল না। যারা এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে, তাদেকে মাফ করবো? তা হতে পারে না। তাদের যথাযথ বিচার হতে হবে।
আর এ//