দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে নারী ২৪ জন। প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ২ নারী। তারা হলেন শাম্মী আহমেদ ও নিলুফার আনজুম।
এছাড়া যেই নারীরা আ.লীগের মনোনয়ন পেলেন তারা হলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ ছাড়া সিমিন হোসেন (রিমি),মাহবুব আরা বেগম, উম্মে কুলসুম, সাহাদারা মান্নান, হাবিবুন নাহার, সৈয়দা জাকিয়া নূর, মমতাজ বেগম, সাগুফতা ইয়াসমিন, মেহের আফরোজ, সেলিমা আহমাদ ,আফরোজা বারী, ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমানের (বদি) স্ত্রী শাহীন আক্তার আ.লীগের মনোনয়ন পেয়েছেন।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের মধ্যে এবার সরাসরি লড়বেন সুলতানা নাদিরা, রুমানা আলী ,খাদিজাতুল আনোয়ার,জান্নাত আরা হেনরী, ফরিদুন্নাহার লাইলী ও সানজিদা খানম ।