ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে। নৌকার ২৯৮ প্রার্থীর মধ্যে ১০৯ জনই নতুন। এবার নির্বাচনে অংশ নিতে প্রায় এক ডজন তারকা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন। সেখান থেকে যাচাই-বাছাইয়ের পর ৩ জন তারকার মনোনয়ন চূড়ান্ত করা হয়।
তারা হলেন- অভিনেতা আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ এবং জনপ্রিয় বাংলা লোকগানের সংগীতশিল্পী মমতাজ বেগম।
নীলফামারী-২ আসনে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর ও মানিকগঞ্জ-২ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ। অন্যদিকে ঢাকা-১০ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের টিকিট পেলেন চিত্রনায়ক ফেরদৌস।
এর আগে আসাদুজ্জামান নূর ও মমতাজ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে এমপি হলেও নায়ক ফেরদৌস এবারই প্রথম নৌকার টিকিট পেলেন।