পলিথিনের বিরুদ্ধে আগামী মাস থেকেই অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে বিশ্ব ব্যাংকের প্রিতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,
আপনি যে দোকানে যাচ্ছেন সে দোকান থেকে পলিথিন ব্যাগ কিনে আনছেন। আমি-আমরা-আপনি সবাই পলিথিন ব্যাগকে ‘না’ বলুন। পলিথিন ব্যাগ দিচ্ছেন কেন, এটা তো নিষিদ্ধ এ কথাটা বলুন। আমরাও তো হাতে করে নিয়ে আসি। মার্কেটগুলোতে গিয়ে পলিথিন ব্যাগগুলো নিয়ে এই কথাগুলো বলুন প্রথমে, সবাই ১৫ থেকে ২০ দিন এইগুলো বলুন। তারপর আমরা অভিযানে যাবো। এগুলো আপাতত সিদ্ধান্ত।
পলিথিনের বিরুদ্ধে কবে থেকে অভিযান শুরু হবে-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারিখ নির্ধারিত হয়নি। কারণ এরসঙ্গে আরও কয়েকটি সংস্থা সম্পৃক্ত। এখন সবাই একটা আন্দোলনের মুডে আছে। সবাই সবার দাবি পেশ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইদিকে ব্যস্ত আছে। তবে আগামী মাসের মধ্যেই আপনারা (সাংবাদিকদরা) কার্যক্রমের শুরু দেখতে পাবেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না। অবৈধ ইটভাটাগুলোর ক্ষেত্রে মৌসুম আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না। তার আগেই এগুলো বন্ধ করা যায় কিনা দেখা হবে।
তিনি বলেন, বাংলাদেশে আইন-কানুন, নীতি ভালো আছে। এগুলোকে আরও ভালো করা যায়। কিন্তু সক্ষমতা না বাড়ালে এগুলোর বাস্তবায়নের জন্য দূরত্বটা বেড়ে যাবে। মানুষের প্রত্যাশার জায়গাটা পূরণ হবে না। আইন-কানুন, নীতি আমরা আরও সময়োপযোগী আরও শক্ত করা হবে। কিন্তু একই সাথে কাজেও নেমে যেতে হবে। যেমন মানুষকে দেখাতে হবে যে দূষণকারী কয়জন শাস্তি পাচ্ছে, ময়লা আবর্জনা নদীর পাড় থেকে সরছে। তবে কিছু কিছু নদী পরিস্কারের কাজ শুরু হয়েছে। বিশ্বব্যাংকের কাছে নতুন করে প্লাস্টিক, পলিথিন, শব্দদুষণ ও কয়েকটা নদী দূষণ নিয়ে কথা হয়েছে।