মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে হরতাল সমর্থকরা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে। এতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে ট্রেনটিতে আগুন দেখতে পান তারা। আগুন লাগার ঘটনায় চারজন মারা গেছে। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আগুন নিয়েই ট্রেনটি বিমানবন্দর এলাকা থেকে ছুটে চলে তেজগাঁও পর্যন্ত।
তেজগাঁও থানা পুলিশ বলছে, ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হয়ে ক্যান্টনমেন্টের কাছাকাছি আসলে যাত্রীরা আগুন দেয়ার বিষয়টি টের পায়। যাত্রীরা ছোটাছুটি করে অন্য বগিতে চলে যায়। ট্রেন চালক আগুনের বিষয়টি বুঝতে না পেরে ট্রেনটি চালিয়ে তেজগাঁও স্টেশনে থামায়। ততক্ষণে ট্রেনের মাঝামাঝি তিনটি বগি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।