গেল বিশ্বকাপের আগ থেকেই ব্যাস্ত সূচি পার করছে ভারতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে অজিদের সাথে সিরিজ শেষ করতে না করতেই দক্ষিন আফ্রিকা সফরে যায় তারা।
সেই ধারাবাহিকতায় আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি গকেবেরহার সেন্ট জর্জ পার্কে অনুষ্ঠিত হতে চলেছে।
ডারবানে তিন ম্যাচ সিরিজের উদ্বোধনী ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় । দুই দলই আজকে জয় নিশ্চিত করে সিরিজে এগিয়ে থাকতে চাইবে ।
এই সিরিজেও খেলছেননা কোহলি ও রোহিত। এ প্রসঙ্গে সাবেক ভারতীয় পেসার জহির খান বলেন; ভারত খুবই ভাগ্যবান এই জন্য যে তারা টি-টোয়িন্টিতে কোহলি ও রহিতের রিপ্লেসমেন্ট পেয়েছে।
অন্যদিকে এডেন মার্ক্রামকে অধিনায়ক করে তরুণও অভিজ্ঞদের মিলে পুর্ন শক্তি নিয়ে মাঠে নামছে দক্ষিন আফ্রিকা ।