নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে কাজের পাশাপাশি দেশের বিভিন্ন পরিস্থিতিতে সবসময় সক্রিয় থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত স্ট্যাটাস দিয়ে তিনি বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানান এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বর্তমানের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় সবাইকে একে অন্যের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ফারুকী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যাকবলিত এলাকার কয়েকটি ছবি শেয়ার করে তিনি ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতির সঙ্গে ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার কথা স্মরণ করিয়ে দেন।
ফারুকী ক্যাপশনে লেখেন, “বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের একতা। ১৯৮৮ সালের বন্যা থেকে আমরা তা দেখে আসছি। বিপদে আমরা সবসময় একে অন্যের পাশে দাঁড়াই। জুলাই বিপ্লবের আগেও এবং পরেও আমরা তা দেখিয়েছি। আসুন, আমরা আবারও একসঙ্গে কাজ করি। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ির দিকে নজর দিই। একসাথে কাজ করি।”
এমএ//