জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করা আনসারদের সঙ্গে সংঘর্ষের পর শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেছেন আন্দোলনরত আনসাররা। পরে সচিবালয়ে অবরুদ্ধদের কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয়। গতকাল রাতে সচিবালয়ের সামনে কয়েক দফা ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্যে আনসার ও শিক্ষার্থী সংঘর্ষ বাঁধে।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আরও শিক্ষার্থী এসে ধাওয়া দিলে আনসাররা ছত্রভঙ্গ হয়ে সচিবালয় থেকে সরে যায়। এ সময় সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের আন্দোলনের মধ্যে গতকাল বাহিনীটির ঊর্ধ্বতন ১৯টি পদে রদবদল করেছে সরকার। আনসারদের মারধরে অন্তত ৪০ জন শিক্ষার্থী–সাংবাদিক আহত হন