এবার দুর্লভ আন্তঃমহাদেশীয় নিক্ষেপী ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালালো চীন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রশান্ত মহাসাগরর এ পরীক্ষা চালায় এশিয়ার পরাশক্তি দেশটি।
এক প্রতিবেদনে এ নিয়ে বিবিসি বলেছে, আন্তর্জাতিক জলসীমায় ১৯৮০ সালের পর সম্ভবত এটাই চীনের প্রথম আইসিবিএম পরীক্ষা।
আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়:
‘‘বিমানবাহিনী আইসিবিএমটি ছুঁড়েছে। প্রশান্ত মহাসাগরে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৪ মিনিটে ছোঁড়া (আইসিবিএমটিতে) একটি নকল ওয়ারহেড ছিল। এটি সমুদ্রের প্রত্যাশিত অঞ্চলে গিয়ে পড়েছে।’’
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ফেলো অঙ্কিত পান্ডা এএফপিকে বলেন, চীন সাধারণত নিজেদের আকাশসীমার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও এই ধরনের পরীক্ষা বেশ অস্বাভাবিক। এটিই প্রমাণ করে যে চীন আধুনিক পারমাণবিক নতুন শর্তসমূহ পূরণ করেছে।
স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্যমতে, ওয়ারহেড থাকার দিক থেকে চীন বিশ্বে তৃতীয়। সবচেয়ে বেশি ওয়ারহেড রয়েছে রাশিয়ার। এরপর যুক্তরাষ্ট্র।
চলতি বছর নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৭ দশমিক ২ শতাংশ করার ঘোষণা দিয়েছে চীন। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক প্রতিরক্ষা বাজেট।
আরএস