জুলাই-আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশভ্যানে করে অভিযুক্তদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ মামলাটির শুনানি গ্রহণ করবে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি দিনটি নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল, যা জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার ঘটনার সঙ্গে সম্পর্কিত।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমসহ আরও কয়েকজন।