এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ট্রান্সজেন্ডার নারী ড্যানিয়েল ম্যাকগাহিকে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ছাড়পত্র দিয়েছিল আইসিসি। কিন্তু নয় মাসের মাথায় সেই সিদ্ধান্ত বাতিল করে নিজেদের নিয়মে পরিবর্তন এনেছে সংস্থাটি।
এখন থেকে কোনো নারী ক্রিকেটার সার্জারি বা লিঙ্গ পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। বিশ্বের ক্রিকেটের সর্ববৃহৎ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) মঙ্গলবার তাদের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনে এ ঘোষণা দিয়েছে। আইসিসি জানিয়েছে, বৈঠকে ‘পুরুষ বয়ঃসন্ধি’ অর্জনকারী ক্রিকেটারদের আন্তর্জাতিক নারী গেমসে অংশগ্রহণ থেকে বিরত রাখার বিষয়ে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসি জানিয়েছে, আন্তর্জাতিক নারী ক্রিকেটের অখণ্ডতা ও খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। এক বিবৃতিতে আইসিসি বলেছে, ”নারী ক্রিকেটের সততা, নিরাপত্তা, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি। এর অর্থ হ’ল যে কোনও পুরুষ থেকে মহিলা অংশগ্রহণকারী যারা কোনও ধরণের ‘পুরুষ বয়ঃসন্ধি’ সম্পন্ন করেছেন তারা সার্জারি বা লিঙ্গ পরিবর্তনের চিকিত্সা সত্ত্বেও আন্তর্জাতিক মহিলা খেলাধুলায় অংশ নেওয়ার যোগ্য হবেন না।”
২৯ বছর বয়সী ম্যাকগাহি ২০২০ সালে অস্ট্রেলিয়া থেকে কানাডাতে পাড়ি জমান। ২০২১ সালে অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন তিনি। আন্তর্জাতিক নারী ক্রিকেট খেলার সব যোগ্যতা অর্জন করেছিলেন ম্যাকগাহি। তবে নিয়মের পরিবর্তনের কারণে এখন আর খেলতে পারবেন না তিনি। ম্যাকগাহি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য পুরুষ থেকে মহিলা রূপান্তরের জন্য লিঙ্গ যোগ্যতার মানদণ্ড পূরণ করেছিলেন, যা সেই সময় কার্যকর ছিল। এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৯.৬৬ গড়ে এবং ৯৫.৯৩ স্ট্রাইক রেটে ১১৮ রান করেছেন তিনি।