অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকবিডি’র বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরির অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। বিতর্কের মাঝেই মিডিয়ার একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল সরব হয়েছেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যখন উপস্থাপনা করতাম, তখন এটা ছিল একটি সম্মানজনক শিল্প। এখন তা অনেক ক্ষেত্রে সার্কাস বা যাত্রাপালায় পরিণত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “অনেকে এখন উপস্থাপনায় অতিথিকে হেয় করা বা বিব্রত করার চেষ্টা করেন। প্রশ্নের আড়ালে অপমান করার প্রবণতা বাড়ছে, যা একেবারেই অনৈতিক।”
পায়েল উদাহরণ দেন, “উপস্থাপক যদি প্রশ্ন করেন, ‘আপনার কয়জন সুগার ড্যাডি আছে?’— এটা কি উপস্থাপনার ভাষা হতে পারে?”
এ ধরনের কনটেন্ট প্রসঙ্গে তার মন্তব্য, “এসব কর্মকাণ্ডের জন্য পুরো মিডিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। মানুষ ভাবছে মিডিয়ার লোক মানেই খারাপ। দায়টা নিতে হবে এমন উপস্থাপকদের।”
তিনি জানান, মিডিয়ার এই পরিবর্তিত মানসিকতা ও পরিবেশই তাকে শোবিজ থেকে সরে গিয়ে ব্যবসায় মনোনিবেশ করতে বাধ্য করেছে।
ইসরাতের বক্তব্যের মাধ্যমে আবারো প্রশ্ন উঠেছে—উপস্থাপনার পেশা কি তার মর্যাদা হারাচ্ছে, নাকি কিছু কনটেন্ট নির্মাতার দৃষ্টিভঙ্গির কারণে পুরো মাধ্যমটাই বিতর্কিত হয়ে পড়ছে?