পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ঈদের প্রধান জামাত আগামী শনিবার (৭ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে মাঠে নামাজ আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদেই জামাত অনুষ্ঠিত হবে।
নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে।
জামাতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগে ঈদের জামাত নিয়মিতভাবে কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হলেও, গত ঈদুল ফিতর থেকে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে কেন্দ্রীয় মাঠে নামাজ আয়োজন শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।