একই ফ্রেমে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত বন্দি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেওয়া আসরে তোলা ওই ছবিতে আরও আছেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থেমাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মেয়ে এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।
বাইডেন এই ভোজসভার আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে।
প্রেসিডেন্ট বাইডেন গত ৯ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন।পরে সেই ছবি প্রকাশ করে মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ লেখেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ‘চমৎকার’ আলাপ হয়েছে।`সার্বিক জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব এবং শিক্ষা ব্যবস্থায় স্কুল মনোবিজ্ঞানীদের যে গুরুত্ব, সে বিষয়ে আমি তার সাথে কথা বলেছি