ফের প্রেমে পড়েছেন বলিউড তারকা রিয়া চক্রবর্তী। গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। শোনা যাচ্ছে, ভারতের আলোচিত উদ্যোক্তা ও ইউটিউবার নিখিল কামাথের সঙ্গে প্রেম করেছেন এই অভিনেত্রী। এই গুঞ্জন একই সঙ্গে অনেকের কাছে যেমন অবিশ্বাস্য, তেমনি আবার কিছু মানুষের কাছে ঈর্ষারও। কেননা, নিখিল কামাথ কোনো সাধারণ উদ্যোক্তা নন, তিনি জেরোধা ও ট্রু বিকোন নামে দুটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। নিখিল অনেক দিন ধরেই একাকী জীবনযাপন করছেন যিনি ৯ হাজার কোটি টাকারও বেশি সম্পদের মালিক।
তাদের সম্পর্ক নিয়ে বেশির ভাগ নেটিজেনদের মন্তব্য থেকে এ কথাই স্পষ্ট যে, বড় মাছ শিকারে রিয়া দারুণ পারদর্শী। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর রাজকীয় জীবনযাপন দেখে।
উল্লেখ্য, রিয়ার জীবন অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছিল সুশান্ত সিংয়ের আত্মহত্যার পর। শুধু তাই নয়, এই অভিনেতার মৃত্যু নিয়ে যে রহস্য দানা বেঁধেছিল, সেখানেও এই বলিউড তারকার দিকে ছুটে এসেছিল খুনের সন্দেহ ও অভিযোগের তীর।