দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অবিলম্বে উপাচার্য নিয়োগসহ একাধিক দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৮ শে আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা বলেন দাবি উল্লেখ করে বলেন,বর্তমানে আমাদের ক্যাম্পাসে প্রশাসনিক কাঠামোর ভাঙ্গনের ফলে শিক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভয়াবহ সেশনজটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা আজ হুমকির মুখে।
স্বৈরাচার সরকার ও তাদের দোসররা বিশ্ববিদ্যালয়ের কাঠামো নষ্ট করে পড়াশোনার মানকে নিচে নামিয়ে এনেছিলো। আমরা আবারও চাই না, দলীয় কেউ দায়িত্বে এসে শিক্ষার্থীদের আবার ভোগান্তিতে ফেলুক।
তারা আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেশনজট নিরসনের লক্ষ্যে চার মাসের সেমিষ্টার বাস্তবায়ন,শিক্ষক সংকট নিরসনসহ পরবর্তী শিক্ষক নিয়োগে সকল শিক্ষকের পিএইচডি ডিগ্রীধারী নিশ্চিতকরণ, পড়াশোনার উপযোগী ক্লাস রুমের ব্যাবস্থাকরণ, আধুনিক ল্যাব-ফ্যাসিলিটিস নিশ্চিতকরণ,পরীক্ষা পরবর্তী ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিতকরণ,ক্রেডিট ফি সর্বচ্চো নূন্যতম পর্যায়ে নামিয়ে আনা,পরিবহন ব্যাবস্থার উন্নতি, আবাসিক হলগুলোর সংস্করণ,ভর্তুকিসহ প্রত্যেকটি হলে ক্যান্টিন ও ডাইনিং চালুর পাশাপাশি সাস্থসম্মত খাবারের মান নিশ্চিতকরণ সহ- আরও প্রয়োজনীয় বিষয় রয়েছে যা কেবলমাত্র একজন নিরপেক্ষ, নির্দলীয়, সৎ ও যোগ্য উপাচার্যই পূরণ করতে পারে। তাই মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের আবেদন থাকবে যেন উক্ত সমস্যা গুলো নিরসনের লক্ষ্যে তিনি যেন দ্রুত সময়ের মধ্যে একজন নিরপেক্ষ, নির্দলীয়, সৎ ও যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।
নাঈম/আরএ