চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছিল ব্রাজিল। সর্বশেষ ম্যাচটি জিতলেও লাভ হয়নি তাতে। প্যারাগুয়ের কাছে বিশ্বকাপ বাছাইয়ের আবার হার দেখেছে সেলেসাওরা। হেরেছে ১-০ গোলে।
সর্বশেষ চার ম্যাচে অবশ্য ব্রাজিলকে হারানোর কোনও নজির দলটির ছিল না। সব মিলে তাই এমন ফল ছিল অপ্রত্যাশিত। ২০ মিনিটে প্যারাগুয়ের হয়ে জয়সূচক গোলটি করেছেন ডিয়েগো গোমেজ। আসুনসিওনে লংরেঞ্জের শট নিয়েছিলেন ইন্টার মায়ামি মিডফিল্ডার। যা পোস্টের ভেতরে আঘাত করে জড়ায় জালে।
সাইড লাইনে থাকা ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে মনে হচ্ছিল অসহায়। পুরো ম্যাচেই ব্রাজিল ছিল নখদন্তহীন। বলা যায় ভাগ্য ভালো যে হারের ব্যবধানটা আরও বড় হয়নি। অবস্থা এতই করুণ ছিল প্রথমার্ধে লক্ষ্যে কোনও শট নিতে পারেনি তারা। পুরো ম্যাচে শট নিয়েছে মাত্র ৩টি। যার সবগুলো করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের পর ব্রাজিল ডিফেন্ডার মার্কুইনহোস গ্লোবো টিভিকে বলেছেন, ‘কোচ এখনও আমাদের জন্য সম্ভাব্য সেরা পথটি বেছে নেওয়ার চেষ্টা করছেন। এই ফলই তার প্রমাণ। দলে এখন অনেক নতুন খেলোয়াড়। তাই আত্মবিশ্বাসের অভাব হচ্ছে।’
এই পরাজয়ে বিশ্বকাপ বাছাইয়ে হতাশার যাত্রা অব্যাহত থাকলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যা সর্বশেষ ৫ বাছাইয়ে দলটির চতুর্থ হার! শুধু কি তাই? ২০০৩ থেকে ২০২২ সালে ৭১ ম্যাচে মাত্র ৫টি বাছাই ম্যাচ হারা ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েই ৮ ম্যাচে হেরেছে ৪টি!
আরেকটি হারে পয়েন্ট টেবিলে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। বিপরীতে ৯ পয়েন্ট নিয়ে সাতে উঠেছে প্যারাগুয়ে। এটি বাছাইয়ে তাদের দ্বিতীয় জয়।
আরএ//