যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যবিপ্রবি শিক্ষার্থীরা । একই সঙ্গে তাদের এই উদ্যোগের মাধ্যমে যবিপ্রবি ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি পাবে বলে ও আশা ব্যক্ত করেছেন তারা।
শনিবার (১৭ই আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এর সংলগ্ন রাস্তার পাশে আম, কাঁঠাল, লটকন,কদবেল, কামরাঙ্গা,আতা, গাব,কামিনী, জাম, কদমসহ অন্তত ৫০টি ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
এই বৃক্ষরোপণে অংশ নেওয়া শিক্ষার্থী মোঃ জালিস মাহমুদ বলেন যে, শহীদ আবু সাঈদের বাবার দাবি অনুযায়ী আমরা ভাস্কর্য না বানিয়ে তাদের স্মরণেই ঐই বৃক্ষরোপণ ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি । আমাদের এই মহৎ কাজের মাধ্যমে সব সময় শহীদদের স্মরণ করে রাখতে চাই এবং শহীদদের স্মরণে আমরা ক্যাম্পাসকে সবুজায়ন করতে চাই। সেইজন্য আমরা ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে সব মিলিয়ে অন্তত ১৫০টির মতো গাছ লাগানোর চেষ্টা করছি।
এছাড়া,বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ মাসুম বিল্লাহ আরো জানান যে, আমাদের ক্যাম্পাস ছোট হলেও এখানে গাছের পরিমান খুবই কম। গাছ লাগানোর জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এমনিতেই যশোরের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ,যার একটা বড় কারণ হলো গাছের এই সংকট। তাই আমরা নিজেরাই নিজেদের পকেটের টাকা খরচ করে , ২৪ এর স্বাধীনতা আনতে যারা যারা প্রাণ দিয়েছেন তাদের সকলের স্মরণে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছি। যাতে করে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার একটা স্মৃতি আমাদের হাত দিয়েই এই ক্যাম্পাসে থাকে।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন আলি, জালিস মাহমুদ,মাসুম বিল্লাহ, আল শাহরিয়ার, ইমরান ফকির,সজিব বৈদ্য, প্রমুখ।
এমদাদুল/এমএ//