বিডিএন৭১ ডেস্ক: ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আবু সাঈদ বাংলাদেশের সকল পরিবারের সন্তান। প্রতিটা আবু সাঈদকে রক্ষার দায়িত্ব আমাদের।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার পরে ড. ইউনূস রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে যান উপদেষ্টা পরিষদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সঙ্গে নিয়ে। সেখানে গিয়ে কবর জিয়ারত শেষে সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
পরে গণমাধ্যমকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আবু সাঈদ কোনো নির্দিষ্ট একটি পরিবারের সন্তান নয়। আবু সাঈদ দেশের সকল পরিবারের, সকল ধর্মের সন্তান। আবু সাঈদ এখন ঘরে ঘরে। যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নই। প্রতিটা আবু সাঈদ”
প্রসঙ্গ, গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। পরে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের ১৭ জন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
রুশু//