দেশের জনপ্রিয় জুটি তানিয়া বৃষ্টি ও আরশ খান পর্দায় অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এবং জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন। এ বছরের শুরু থেকে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এ বিষয়ে খোলামেলা মন্তব্য করেননি কেউ। এবার অভিনেত্রী তানিয়া বৃষ্টি এই সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন।
তানিয়া বৃষ্টি জানান, ‘আরশ খান এবং আমার মধ্যে প্রেম বা কোনো সম্পর্ক ছিল না। আমরা একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি, এ কারণে নানা ধরনের কথা শোনা যায়। একসঙ্গে কাজ করার ফলে অনেক সময় ফেসবুকে পোস্ট বা কিছু লেখা হতো। তবে আমাদের মধ্যে এমন কিছু ছিল না।’
‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা তানিয়া বৃষ্টি নাটকে নিয়মিত হয়ে উঠেন এবং বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসা লাভ করেন। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো ‘ছোবল’, ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘সব দোষ হোসেন আলীর’, ‘কাছের মানুষ’, এবং ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, যেগুলোর বেশিরভাগই কোটি ভিউ পেয়েছে।
বর্তমানে তানিয়া অভিনয়েই মনোনিবেশ করতে চান এবং গুজব বা সম্পর্কের বিষয় নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে অনেক নাটক করেছি এবং আমাদের সম্পর্ক ছিল ভাই-ব্রাদার টাইপের বন্ধু। আমাদের বাসাও কাছাকাছি ছিল, তাই একসঙ্গে অনেক কাজ করেছি। তবে এখন আগের মতো একসঙ্গে কাজ করছি না এবং সেই বন্ধুত্বও এখন নেই।’