বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ওটিটিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘অসময়’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
কয়েকদিন আগেই এফডিসিতে শুটিং চলাকালীন নিজের মোবাইল হারিয়ে ফেলেন ফারিণ। এ ঘটনায় থানায় গিয়েছিলেন তিনি।
ফারিণ বলেন, ‘অসময়ের শুটিংয়ের সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল। সিনেমাটিতে যে দৃশ্যটি আমরা দেখছিলাম—আমাদের ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়। থানায় যান তিনি।
এমন একই ঘটনা তখন আমার জীবনে বাস্তবে হয়েছে। দেখে আসলে হাসি পাচ্ছিল যে, এই জিনিসটা শুটিংয়ের সময়ে আমার সঙ্গে হয়েছে! হয়তো মোবাইল হারানোর কারণেই এত ভালো একটি প্রোডাকশন নির্মাণ সম্ভব হয়েছে।’
‘অসময়’-এ ফারিণ ছাড়াও আরও অভিনয় করেছেন রুনা খান, মনিরা মিঠু, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্ত প্রমুখ।