আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য মাগুরা-১ আসন থেকে নৌকা নিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সাকিব। নির্বাচনের আগে সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
আশ্রয়ণ প্রকল্পে প্রচারণা চালাতে গিয়ে সাকিব আল হাসান বলেছেন, ‘আমাকে ভোট দেয়া লাগবে না, ভোট প্রধানমন্ত্রীকে দেন। যিনি আপনাদের জমি দিয়েছেন তাকে দেন।’
এর আগে আঠারখাদা ইউনিয়নে ভোটের প্রচারণায় গিয়ে সাকিব বলেছিলেন,‘আমাকে ভোট না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন এটাই আমার চাওয়া। কারণ, আমি শুনেছি এই কলেজ পাড়ায় ঢাকার গুলশান বনানীর মত এলিট শ্রেণির মানুষের বসবাস। আপনারা নাকি ভোট দিতে যান না। সে জন্য আপনাদের কাছে আমার দাবি আপনারা আগামী ৭ তারিখে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভোট দিয়ে আসবেন। সেটা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন।