বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি যেন তারকাদের কাছে হুমকিস্বরূপ। সুযোগ পেলেই এই প্রযুক্তি ব্যবহার করে শোবিজের অনেক তারকাকে নিয়েই তৈরি করা হচ্ছে আপত্তিকর ভিডিও বা ডিপফেক ভিডিও।
গত বছর ভারতের বেশ কয়েকজন অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল প্রমুখ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সানির নামও।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওন নিজেই জানিয়েছেন এ কথা। সানি লিওন বলেন,‘আমাকে নিয়েও ডিপফেক (আপত্তিকর) ভিডিও তৈরি হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে আমি ততটা মাথা ঘামাইনি। নিজের মধ্যে এসব ঢুকালে সমস্যা আরও বাড়বে। তবে যারা বয়সে ছোট তাদের সঙ্গে এসব হলে তারা নিতে পারবে না। তাই অচিরেই এগেুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’